Wednesday, September 29, 2021

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে তেলেঙ্গানার মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুসলিমরা বিশেষত কোভিড-১৯ মহামারীর পর সামাজিকভাবে আরো বেশি প্রান্তিক হয়ে পড়ছে, নতুন তথ্যাদি এমনটা দেখাচ্ছে। হায়দ্রাবাদ-ভিত্তিক অর্থনীতিবিদ আমির উল্লাহ খান বলেন, তেলেঙ্গানার দরিদ্রতম ২০ ভাগ জনগোষ্ঠীর একটি বিশাল অংশ মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ।

‘তেলেঙ্গানায় মুসলিম’ শিরোনামে একটি সভা বক্তব্য রাখার সময় তিনি বলেন, দারিদ্র্যাক্রান্ত মুসলিমদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড প্র্যাকটিস‘ (সিডিপিপি)-এর সুধীর কমিশনের রিপোর্ট থেকে গবেষণার উদ্ধৃতি দিয়ে খান বলেন, তথ্যউপাত্ত থেকে বোঝা যায়, মুসলিমরা অর্থনৈতিকভাবে দরিদ্র এবং দুর্বল হয়ে পড়ছে। তেলেঙ্গানার মোট ৪ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১২.৫ ভাগ মুসলিম বলে বিশ্বাস করা হয়।

তেলেঙ্গানা সরকার ২০১৬ সালে ‘মুসলিমদের আর্থ-সামাজিক ও শিক্ষাগত অবস্থার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন’ প্রকাশ করেছিল। প্রতিবেদন গঠনের জন্য গঠিত কমিশনের নেতৃত্বে ছিলেন সাবেক আইএএস অফিসার জি সুধীর, যিনি সিডিপিপির গবেষণা দলেরও চেয়ারম্যান ছিলেন । কমিশন প্রকাশ করেছে অধিকাংশ মানব উন্নয়ন সূচকে মুসলিম সম্প্রদায় খারাপ অবস্থায় রয়েছে।

সোমবারের ‘তেলেঙ্গানায় মুসলিম’ সভার আয়োজন করেছিল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইআইএমআইএম)। এতে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ লোকসভার সংসদ সদস্য (এমপি) এবং এআইআইএমআইএমের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘সুধীরের প্রতিবেদন পড়া জরুরি কারণ তথ্য-উপাত্ত বর্তমান যুগের নতুন তেল।’ ওয়াইসি যোগ করেন, তেলেঙ্গানার মুসলিমদের মধ্যে দারিদ্র্য বাড়ছে এবং মাত্র ৫৭ ভাগ মানুষ নিজস্ব সম্পত্তির মালিক ।

‘যদিও মুসলিমদের মধ্যে সাক্ষরতা হার ৭৭ ভাগ, তবুও উচ্চশিক্ষায় তাদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি’ মন্তব্য করেন ওয়াইসি। সিডিপিপির অর্থনীতিবিদ এবং গবেষণা পরিচালক আমির উল্লাহ খান ছাড়াও প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর আবদুল শাবান ও প্রাক্তন আইএএস অফিসার জি সুধীরসহ অন্য বিশেষজ্ঞরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

The post অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে তেলেঙ্গানার মুসলিমরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%9b/

No comments:

Post a Comment