ফাতেহ ডেস্ক:
মোল্লা হানিফ একজন সম্ভাবনাময় তরুণ ক্যালিওগ্রাফার। এ পথে তার যাত্র শুরু হয় ২০০৩ কিংবা ২০০৪ সালে, যখন তিনি সবকিছু মোটামুটি বুঝেন। তখন থেকেই ইসলামি ব্যাংকের ক্যালেন্ডারের আরবী ক্যালিগ্রাফিগুলো কেটে রাখতেন । যেগুলো বেশি ভালো লাগতো, আব্বুকে বাঁধাই করিয়ে আনতে বলতেন। তারপর ২০০৭ সালে যখন মাদরাসায় ভর্তি হন, ব্যানার আর্টিস্টদের দেখে দেখে রং পেন্সিলে আঁকার চেষ্টা করতেন। তাকে সাপোর্ট করতেন তার বাবা।
তারপর ২০১৩ সালে যখন মালিবাগ মাদরাসায় ভর্তি হন, মাদরাসার এক ক্যালিগ্রাফার বড়ভাই আনাম সাজিদ তার করা কিছু কাজ দেখে সুন্দর কিছু পরামর্শ দিলেন । পরে ২০১৮ সালে সেই বড় ভাই বললেন, তুমি মাহবুব মুর্শিদ স্যারের সাথে যোগাযোগ করো। তারপর থেকে ক্যালিগ্রাাফিতে আইডল হিসেবে ক্যালিগ্রাফি শিল্পী মাহবুব মুর্শিদ স্যারকেই অনুসরণ করছেন তিনি। মোল্লা হানিফ বলেন, আমার ক্যালিগ্রাফির শিক্ষক দুজন। প্রথমত, মুফতী হুসাইন আরিফী, যিনি আমাকে হাতে ধরিয়ে ধরিয়ে হরফগুলো শিখিয়েছেন । দ্বিতীয়ত, বিখ্যাত ক্যালিগ্রাফার মাহবুব মুর্শিদ স্যার।
বর্তমানে কওমি মাদরাসায় জালালাইন জামাতে পড়াশুনা করছেন মোল্লা হানিফ। তিনি কঞ্চির কলমে কোরআনের আয়াতের ক্যালিগ্রাফিতেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পান। দ্বিতীয় হয়েছেন বিখ্যাত ক্যালিগ্রাফার হাজ্বী নূর দ্বীন স্যারের জাতীয় জাদুঘরের ক্যালিগ্রাফি ওয়ার্কশপে। নিজের শিল্প উপস্থাপন করেছেন ওআইসি ইয়ুথ ক্যাপিটাল এবং ফোকাস বাংলা আন্তর্জাতিক আর্ট প্রদর্শনিতে।
বড় দুটি কাজ করেছেন তিনি। একটা ৩ফিট বাই ৬ফিটে واعف عنا واغفر لنا وارحمنا
আরেকটা ৫ ফিট বাই ৫ফিটে কাবার থিমে لبيك اللهم لبيك
মোল্লা হানিফ বলেন, ‘মানুষের অনেক স্বপ্ন থাকে। আমার সবচে বড় স্বপ্ন হলো, বাইতুল্লাহ শরীফের গিলাফে ক্যালিগ্রাফি করা এবং পুরো কোরআনের ক্যালিগ্রাফি করা।’
The post স্বপ্ন পুরো কোরআনের ক্যালিগ্রাফি করা: মোল্লা হানিফ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/
No comments:
Post a Comment