Friday, September 24, 2021

বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক:

বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। বলেন, আমি জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালোভাবে কাজ করেছি। কিন্তু জো বাইডেনের সঙ্গে আমরা ভালোভাবে শুরু করেছি, সেটি বলতে পারব না।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জো বাইডেনের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে এরদোগান এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ১৯ বছর দায়িত্ব সামলানোর পর আমি এ কথা বলতে পারি না যে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো পর্যায়ে পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের এটি ভালোভাবে অনুধাবন করতে হবে যে, তুরস্ক এস-৪০০ চুক্তি থেকে পেছনে সরে আসবে না।

রাশিয়া থেকে এই এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনা কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে বিরোধ দেখা দেয়।

The post বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি এরদোগানের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be/

No comments:

Post a Comment