ফাতেহ ডেস্ক:
মাওলানা ইসহাক ওবায়দী রহ. ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে জড়িত ছিলেন। তার লেখা পড়েই বড় হয়েছেন আজকের তরুণ সব আলেমগণ। তিনি লিখছেন কয়েকযুগ ধরেই। আজ তার মৃত্যুতে তার সে লেখনীর ধারার অবসান ঘটলো।
দীর্ঘদিন তিনি রেডিও বাংলাদেশ ঢাকা কেন্দ্রে নিউজরিল রিপোর্টার হিসেবে সংবাদ পরিবেশনের কাজ করেছেন।
১৯৮১ সালের মে থেকে তিনি হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় ‘ইকরা’ নামের একটি আরবি পত্রিকা ও রহমত নামের একটি বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এর কাজ করেন। ইসলামের ডাক নামক একটি পত্রিকায় তিনি দীর্ঘদিন যাবৎ নির্বাহী সম্পাদক ছিলেন।
১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হযরত হাফেজ্জী হুজুরের প্রেস সেক্রেটারি হিসেবে জনাব ওবায়দী বেশ খ্যাতি লাভ করেন। তিনি রেডিও-টেলিভিশনসহ জাতীয় পত্রিকার একজন স্বনামধন্য লেখক।
তাফসীরে মারেফুল কোরআন এর অংশবিশেষ তিনি অনুবাদ করেছেন। শিশুদের জন্য তাঁর লেখা বেশ কয়েকটি সিরিজ বইসহ এ পর্যন্ত প্রায় ২০টি বই প্রকাশিত হয়েছে।
The post নির্বাচনে হাফেজ্জী হুজুরের প্রেস সেক্রেটারি ছিলেন ইসহাক ওবায়দী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b0/
No comments:
Post a Comment