আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইজরাইলের সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুত আহত ওই ফিলিস্তিনি যুবক চিকিৎসাধীন মারা যান। খবর আরব নিউজের।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার সকালে পশ্চিমতীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইজরাইলি বাহিনী।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরাইলি বাহিনী জেনিন শহরের ওই এলাকায় তাণ্ডব চালায়।
The post ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইজরাইলের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95-2/
No comments:
Post a Comment