Thursday, September 30, 2021

ডিজিটাল আইনের ৮৫ ভাগ মামলা আওয়ামী লীগের : সিজিএস

ফাতেহ ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২১ মাসে হওয়া মামলার ৮৫ ভাগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময়ে করা ৬৬৮ মামলা পর্যবেক্ষণ করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ তথ্য জানিয়েছে। তারা জানায়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো মামলা করেছে ৭৬টি, যা মোট দায়েরকৃত মামলার ২০ দশমিক ৩২ শতাংশ।

বৃহস্পতিবার প্রকাশিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর তিন বছর: একটি পর্যবেক্ষণমূলক ফলাফল’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলাগুলোর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা না হয়ে ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের নেতাদের পক্ষ হয়ে করেন।

শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই ৩ বছরে সরকারের সমালোচকদের বিরুদ্ধে এই আইনের ব্যবহার চরম পর্যায়ে পৌঁছেছে।

সিজিএস ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮- এর অধীনে দায়ের করা মামলাগুলো চিহ্নিত করে নথিভুক্ত করছে। প্রকল্পটি ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসির অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পে মুখ্য গবেষক হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ।

প্রতিবেদনে বলা হয়, এই মামলাগুলোয় অভিযুক্তের সংখ্যা ১৫১৬, যার মধ্যে ১৪২ জন সাংবাদিক, ৩৫ জন শিক্ষক, ১৯৪ জন রাজনীতিবিদ, ৬৭ জন শিক্ষার্থী। এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৭৪টি।

The post ডিজিটাল আইনের ৮৫ ভাগ মামলা আওয়ামী লীগের : সিজিএস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ae%e0%a7%ab-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2/

No comments:

Post a Comment