Friday, September 24, 2021

পল্লিবালা

ফারুক আহমদ:

নায়র গিয়েছে ঘুম, ডাকে আমায় মাতাল হাওয়া
রাতের মৌনতা ভেঙে দূর-আকাশে গরজে দেয়া
নদীর ভেতরে জল খেলা করে ঢেউ হানে পাড়ে
মনের গভীরে চলে তোমায় ঘিরে কাসিদা গাওয়া।

সবুজ-শ্যামল বাগে ছড়িয়ে থাকে লোকজ মায়া
ধানের খেতে ঘুমায় শস্য, পেয়ে কিষাণের ছায়া
সুযোগ খুঁজে বেড়ায় তবুও তো মাজরা পোকারা
বিয়ানে দেখবে তাই আলোর পাখির উড়ে যাওয়া।

গাঙের পানিতে নেমে ডুব দিয়ে তুমি সারো নাওয়া
জলজ শরীরে দেখি তোমার রূপের দোল খাওয়া
বিকেলের সোনারোদ গায়ে মেখে ঘুরে যে বেড়াও
সমীরণে উড়ে আসে তোমার উষ্ণ দেহের ছোঁয়া।

কবি-হৃদয়ে আটকা পড়ে প্রকৃতির মোহ-মায়া
তোমার দেহের স্পর্শসুখে কেঁপে কেঁপে ওঠে কায়া।

The post পল্লিবালা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/

No comments:

Post a Comment