ফাতেহ ডেস্ক:
করোনার টিকা না নেওয়া ব্যক্তিদের ৫০ শতাংশের শরীরে প্রাকৃতিকভাবে সার্স কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি পাওয়া গেছে। অথচ তাঁরা যে করোনায় আক্রান্ত হয়েছিলেন, তা টেরই পাননি। তবে এই অ্যান্টিবডির স্থায়িত্ব কম। করোনার টিকার উভয় ডোজ গ্রহণকারীদের শরীরে এর চেয়ে পাঁচ গুণ বেশি অ্যান্টিবডি শনাক্ত হয়েছে। টিকা নেওয়ার ছয় মাসের বেশি সময় পর্যন্ত অ্যান্টিবডি ভালোভাবে বিদ্যমান ছিল।
বাংলাদেশের প্রথম সারির একটি দৈনিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ওয়ান হেলথ ইনস্টিটিউট ‘কোভিড-১৯ অ্যান্টিবডির ব্যাপকতা ও পরিমাণ শনাক্তকরণ’ শীর্ষক এক জরিপ গবেষণায় এ চিত্র উঠে এসেছে। অ্যান্টিবডির (IgG) উপস্থিতি ও পরিমাণ Enzyme-Linked Immunosorbent Assay (ELISA) test মেথডে এ গবেষণা করা হয়।
সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ এ জরিপ গবেষণায় নেতৃত্ব দেন। এ ছাড়া সিভাসুর অধ্যাপক শারমিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এম এ হাসান চৌধুরী, চিকিৎসক জাহান আরা, সিরাজুল ইসলাম, তারেক উল কাদের, আনান দাশ, মোহাম্মদ সাইফুল ইসলাম, ইয়াসির হাসিব, তাজরিনা রহমান ও সীমান্ত দাশ গবেষণায় যুক্ত ছিলেন।
গবেষণায় বিভিন্ন শ্রেণিপেশার ৭৪৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়, যাঁরা করোনার ঝুঁকিতে ছিলেন। এর মধ্যে সরকারি–বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, রোগীর অভিভাবক, পরিচ্ছন্নতাকর্মী ও পোশাকশ্রমিকেরা ছিলেন। গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপ গবেষণা চলে।
The post ৫০ শতাংশের শরীরে কোভিডের প্রাকৃতিক অ্যান্টিবডি পাওয়া গেছে: জরিপ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment