Wednesday, September 29, 2021

ঈদগাহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের খাদেমের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মাঠে মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে আতিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আতিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল জলিল মিয়া জানান, আজ ধানমন্ডি ঈদগাহ মাঠে ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটার সময় মেশিনের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন আতিকুল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আতিকুল ওই মসজিদের খাদেম ছিলেন। তিনি ওই মসজিদেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

The post ঈদগাহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের খাদেমের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b9%e0%a7%9f/

No comments:

Post a Comment