আন্তর্জাতিক ডেস্ক:
ইহুদিবাদী ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ১১ মাস পর সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খার্তুমে ইসরাইলের দূতাবাস খুলতে দেওয়া হবে না।
সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস-সাদিক আল-মাহদি সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্যা ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। রোববার তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়। খবর আরব নিউজের।
মারিয়াম বলেছেন, খার্তুমে ইজরাইলের দূতাবাস খোলার অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এ ব্যাপারে সরকারি কর্মকর্তা পর্যায়ে কোনো আলোচনাও হয়নি। ইজরাইলকে বয়কট করার আইন বাতিল করার অর্থ এই নয় যে, আমরা খার্তুমে ইজরাইলের দূতাবাস খোলার পরিকল্পনা করছি।
মারিয়াম আস-সাদিক আল-মাহদি হচ্ছেন সুদানের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদির মেয়ে, যিনি ছিলেন ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোরবিরোধী।
The post সুদানে ইজরাইলি দূতাবাস খুলতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%96/
No comments:
Post a Comment