Wednesday, September 23, 2020

সবার মধ্যমণি: আল্লামার ইন্তেকালে যে যা বললেন

মাহবুব ওয়াসেল:

উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলামের আমির, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক মহলের শীর্ষস্থানীয় ব্যক্তিগণ। তাদের মধ্যে অনেকেই করেছেন তাদের ব্যক্তিগত স্মৃতিচারণ। জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াও সরব ছিল এই মৃত্যুতে।

রাজনীতিক-মন্ত্রী-সচিবদের শোক

আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোক জানিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের খবর জেনে আমরা দুঃখিত ও মর্মাহত হয়েছি। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

আল্লাম আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আহমদ শফী।’

আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘আল্লামা শাহ আহমদ শফী ইসলামি শিক্ষার প্রসার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পবিত্র কোরআন ও হাদিসের বাণী প্রচার এবং ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে তিনি সারা জীবন কাজ করেছেন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদকে হারিয়েছেন।’

আহমদ শফীর মৃত্যুতে শোক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শোকবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোকবার্তায় ধর্ম সচিব ড. মো. নুরুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শাহ্ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরহুম শাহ্ আহমদ শফীকে ইসলামি চিন্তা জগতের একজন বরেণ্য আলেম আখ্যায়িত করে তার মৃত্যুকে দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ্ আহমদ শফীর পৃথিবী থেকে চিরবিদায়ে ইহকাল ও পরকালের সঠিক দিকনির্দেশনা পেতে বঞ্চিত হলো দেশবাসী। তিনি মানুষকে সুপথে চলার জন্য কোরআন-হাদিস যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে বক্তব্য রেখেছেন। নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তার স্বভাবজাত। ইসলামি চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। দেশের স্বনামধন্য ইসলামি চিন্তাবিদ শাহ্ আহমদ শফীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারালো, যেটি সহজে পূরণ হওয়ার নয়।’

আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফীর মৃত্যুতে উপমহাদেশের এক প্রখ্যাত আলেমের জীবনাবসান হলো। তার মৃত্যুতে দেশের ইসলাম প্রসারের ধারায় অপূরণীয় ক্ষতি হয়েছে। ইসলামের সেবায় আহমেদ শফীর অবদান অক্ষয় হয়ে থাকবে। ইসলামি শিক্ষা বিস্তারে আহমেদ শফীর প্রতিটি উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।’

ইসলামি দল ও ব্যক্তিত্বদের শোক

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ হজরতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। শোকবার্তায় তিনি বলেছেন, ‘দেশের কওমী শিক্ষার কিংবদন্তি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম আল্লামা শাহ আহমদ শফী। কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ বাংলাদেশে কওমি ধারার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে চিরকাল স্মরণ করবে।

আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। এক শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারিয়েছে। তার ইন্তেকালে ইসলামী জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়।’

শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় তারা বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন আলেম-উলামা ও দ্বীনদার জনতার কাছে মুকুটহীন সম্রাট। তিনি আমৃত্যু ইসলামী শিক্ষার প্রসার, নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনসহ কওমী মাদরাসা ও মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে মুখ্য ভূমিকা পালন করেছেন। নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তার স্বভাবজাত। ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। ইসলাম ও দেশের সেবায় আল্লামা শফীর অবদান ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে। দেশ-বিদেশের কোটি কোটি মানুষ তাকে যুগ যুগ ধরে দোয়ায় স্মরণ রাখবে। তার ইন্তেকালে বাংলাদেশসহ বিশ্বমুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক ও ধর্মীয় অভিভাবককে হারালো। এই শূন্যতা ও ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।’

শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এক শোক বার্তায় দলের কেন্দ্রী সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, ‘নাস্তিক্যবাদের বিরুদ্ধে তার সংগ্রাম জাতি চিরদিন স্মরণ রাখবে। কওমি মাদ্রাসা এবং মুসলিম মিল্লাতের জন্য তিনি যে খেদমত করে গেছেন তা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। তার ইন্তেকালে পুরো মুসলিমবিশ্ব একজন আধ্যাতিক ও ধর্মীয় অভিভাবককে হারাল। আল্লাহ পাক তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এক শোক বার্তায় তারা বলেছেন, ‘শাহবাগের ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে আল্লামা শাহ আহমদ শফীর ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। আল্লামা শাহ আহমদ শফি দীনি শিক্ষার প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড- বেফাকের চেয়ারম্যাান এবং আল হাইয়াতুল উলইয় লিল জামায়াতিল কাওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমসাময়িক কালের আধ্যাত্মিক জগতের রাহবর আল্লামা শফি শিরক, বেদাতের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।‘

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানীর অন্যতম খলিফা আল্লামা আহমদ শফি ছিলেন মুসলিম উম্মাহর আধ্যাত্বিক রাহবার। উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ। দীর্ঘদিন যাবত তিনি বোখারী শরীফের অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। তিনি নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকা রাখেন। জগতবিখ্যাত একজন শিক্ষাবিদ হওয়ায় দেশ বিদেশে রয়েছে তার হাজার হাজার ছাত্র, ভক্ত ও মুরিদান।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ‘আল্লামা আহমদ শফি ছিলেন, ভারত স্বাধীনতা আন্দোলনের সিপাহসালার সায়্যেদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর অন্যতম খলিফা ও উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ। তিনি ছিলেন নাস্তিক মুরতাদ ও বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক। আল্লামা আহমদ শফি ছিলেন মুসলিম উম্মাহর একজন অন্যতম রাহবার ও ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।’

নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেন, আল্লামা শাহ আহমদ শফী একটি বর্ণাঢ্য ইতিহাসের নাম। বাংলাদেশের ইসলামী আকাশে এক উজ্জল নক্ষত্রের নাম। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো। তাঁর ইন্তেকালে যে ইসলামী জগতের যে ক্ষতি হয়ে গেল তা কখনো পুষিয়ে নেবার মত নয়।

জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তার ইন্তেকালে দেশের ইসলামপ্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। তিনি দেশে ইসলামি শিক্ষার বিস্তার ও প্রসারে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি বহু আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’

আন্তর্জাতিক ব্যক্তিত্বদের শোক

আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভারতে জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট দারুল উলূম দেওবন্দের উস্তায সাইয়েদ আরশাদ মাদানি। এক শোক বার্তায় সাইয়্যেদ আরশাদ মাদানি আল্লামা আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আল্লামা আহমদ শফী রহ. এর সাথে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লেখেন, ‘প্রায় দীর্ঘ অর্ধ শতাব্দি ব্যাপী তার সঙ্গে আমার সম্পর্ক। মরহুমের ইন্তিকালে আমি গভীরভাবে শোকাহত। তাঁর খেদমতের ময়দান ছিল অনেক ব্যাপক। দেশ ও জাতির জন্যে তিনি বিভিন্ন অঙ্গন থেকে খেদমত করেছেন। তিনি উম্মতের দরদে দরদী একজন আলেম ছিলেন। সাদামাটা জীবন যাপন ছিল তার বিশেষ বৈশিষ্ট্য।‘ সবশেষে তিনি একটি কবিতার মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করেন। কবিতার অর্থ: দ্বীনের এই চেরাগের আলো তো কেয়ামত পর্যন্ত বাকী থাকবে। কিন্তু পতঙ্গরা তো একে একে মাহফিল ছেড়ে চলে যাচ্ছে।

আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ সেক্রেটারী মাওলানা মাহমুদ মাদানি। এক শোক বার্তায় তিনি বলেন, ‘শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ছিলেন একজন বিশ্ববরেণ্য আলেমে দীন, বুযুর্গ, শাইখুল হাদীস এবং অবিসংবাদিত নেতা। তিনি বাংলাদেশ এর কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি প্রায় এক যুগ ধরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের একজন সফল অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। তিনি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সর্বজন শ্রদ্ধেয় আমির।’

গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী। চট্টগ্রামের তরুণ আলেম মাওলানা তকীর নিকট প্রেরিত এক অডিও বার্তায় তিনি এ শোক জানান। আল্লামা তকী উসমানী তার অডিও বার্তায় বলেন, ‘‘হযরত মাওলানা আহমদ শফী সাহেবের ইন্তেকালের সংবাদটি ভীষণ বেদনার সৃষ্টি করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মাওলানা আহমদ শফী সাহেব- আল্লাহ তাআলা তার দারাজাত বুলন্দ করুন- তার খেদমত ও অবদানসমূহ শুধু বাংলাদেশেই নয়; বরং পুরো উপমহাদেশব্যাপী বিস্তৃত। তাঁর স্তরের আলেম এবং এমন আল্লাহওয়ালা খুবই কম জন্মগ্রহণ করেন। তার ব্যক্তিত্ব অনেক বড় সম্পদ ছিল উম্মাহর জন্য। আল্লাহ তাআলা নিজ ফযল ও করমে তার দারাজাত বুলন্দ করুন, জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার উত্তরসূরী ও পরিজনদের সবরে জামিল দান করুন। সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন। মাদরাসাকে আল্লাহ তাআলা হেফাযত করুন। তার ফুয়ূযকে সেভাবেই জারি রাখুন যেভাবে হযরত মাওলানা রহ.-এর যুগে ছিল।‘

শোক প্রকাশ করেছেন বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব শায়খ ইউসুফ আল কারযাভী। তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই শোকবার্তা জানান। তিনি তার শোকবার্তায় লেখেন, আল্লাহ তায়ালা শায়েখ আহমাদ শফী রহ.এর উপর রহমত নাযিল করুন। যিনি ছিলেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম এর পরিচালক ও শাইখুল হাদিস। একই সাথে তিনি বাংলাদেশের প্রভাবশালী ধর্মীয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন। হে আল্লাহ, আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি অনুগ্রহ করুন। এ মহান ব্যক্তিত্বকে সিদ্দিকদের মর্যাদা দান করুন, ইল্লিইনে তাঁকে উচ্চমর্যাদা দান করুন। ইসলাম ও মুসলমানদের প্রতি তাঁর অবদানের সর্বোচ্চ প্রতিদান দান করুন।’[

গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিখ্যাত দ্বীনী প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লখনৌর মহাপরিচালক, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা রাবে হাসানী হাসানী নদভী। শোকবার্তায় তিনি বলেন, ‘মাওলানা আহমদ শফী সাহেবের ইন্তেকাল অনেক বড় শূন্যতা। হাদীসের তালিম এবং মাদরাসার খেদমত বিবেচনায় অনেক বড় ক্ষতি হলো। কিন্তু পৃথিবীতে যা কিছু ঘটে, সবই আল্লাহর পক্ষ থেকে পূর্ব-নির্ধারিত। আল্লাহর নিকট যা মনজুর হয়, সেটাই হয়। আল্লাহ তার ভাগ্যে যেটুকু হায়াত রেখেছেন তিনি সেটা পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তার দারাজাত বুলন্দ করুন। হাদীসের যেই খেদমত তিনি আঞ্জাম দিয়েছেন তার উত্তম বিনিময় আল্লাহ তাকে দান করুন। তার যারা শাগরিদ- যারা তার নিকট থেকে ইস্তেফাদা করেছেন- তারা এই আমানতকে পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দিন এবং এই সিলসিলা কায়েম রাখুন। তিনি যেভাবে খেদমত করেছেন দ্বীনের এবং হাদীস শরীফের, সেই মোতাবেক মানুষ আমল করার চেষ্টা করুক। ইনশাআল্লাহ কামিয়াব হবে এবং এর দ্বারা দ্বীনের হেফাযতে মদদ আসবে। আল্লাহ কবুল করুন। তার যার উত্তরাধিকারী ও আপনজন, তাদেরকে আমাদের পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দিবেন। আমরা খুবই শোকাহত হয়েছি যে তিনি আর থাকেননি। হাদীসের খেদমতে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে।’

আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে তাকে নিয়ে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন বরেণ্য ঐতিহাসিক ব্যক্তিত্ব ড. আলী মুহাম্মাদ সাল্লাবী।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই অনুভূতি প্রকাশ করেন ড. আলী মুহাম্মাদ সাল্লাবী।

ড. আলী মুহাম্মাদ সাল্লাবী লিখেছেন, বাংলাদেশের বরেণ্য মুহাদ্দিস আল্লামা আহমদ শফী রহ. গত শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রখ্যাত আলেম ও শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহ.-এর শেষ খলিফা আল্লামা আহমদ শফীর ইন্তেকালকে ১৪৪১ হিজরীর সবচেয়ে বড় বিপর্যয় বলে শায়খ আকরাম নদভী যেই উক্তি করেছেন তাকে হুবহু সমর্থন করে তিনি লিখেছেন, আহমদ শফী ইবনে বরকত আলী ছিলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও শাইখুল হাদীস। একইসঙ্গে তিনি ছিলেন হেফাজতে ইসলাম আন্দোলনের আমীর। আল্লাহ তাঁর প্রতি রহম করুন এবং তাঁকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আল্লামা শফী রহ. জীবনের প্রথমদিকে তিনি নিজ দেশে শিক্ষা গ্রহণ করেন। তারপর তিনি দারুল উলুম দেওবন্দ ভর্তি হন। সেখানে শায়খুল ইসলাম হুসাইন আহমাদ মাদানি রহ. কাছে বুখারি, শায়েখ ইবরাহীম বেলওয়াবি রহ. এর কাছে মুসলিম, শায়েখ এজাজ আলী রহ. এর কাছে আবু দাউদ, শায়েখ ফখরুল হাসান রহ. এর কাছে নাসায়ী, জহুরুল হক দেওবন্দী রহ. এর কাছে মুয়াত্তায়ে মালেক এবং শায়েখ আব্দুজ জলিল রহ. এর কাছে মুয়াত্তায়ে মুহাম্মাদ এর দরস গ্রহণ করেন। ইসলামী শিক্ষার প্রসার ও হাদিসে নববীর পাঠদানে শায়েখ আহমদ শফী রহ, বিশ্বের অনন্য ব্যক্তিদের একজন। তিনি ছিলেন, নম্রতা, ভদ্রতার মাপকাঠি। ইবাদত, জিকির, দীনের দাওয়াত কাজে সব সময় মগ্ন থাকতেন। আল্লাহ তাঁর প্রতি রহম করুন এবং সর্বোচ্চ প্রতিদান দান করুন। ‘

কাতার বিশ্ববিদল্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধিভুক্ত ইবনে খালদুন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নায়েফ বিন নাহার বলেছেন, ‘শায়খ আহমদ শফী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রবীণ আলেম। দীর্ঘ জীবন কোরআনের সেবায় কাটিয়েছেন। বাংলাদেশের মানুষ জানে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি সামাজিক ইস্যুতে সরব ছিলেন। ফলে তাঁর একটি সম্মানজনক অবস্থান ছিল।’

আল-বিদা

আল্লামা আহমদ শফী রহ. এর জানাযার খবর ছেপেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। তাদের মধ্যে অন্যতম–বিবিসি (ব্রিটিশ), ডয়েচে ভেলে (জার্মান), স্ট্রেইটটাইমস (সিঙ্গাপুর), আনাদোলু এজেন্সি (তুরস্ক), ইন্ডিয়া টুডে, ফ্রেন্স২৪, নর্থইস্ট নাউ, কানাডিয়ান নিউজ, প্রেস ফরম (অস্ট্রেলিয়া), ফ্লিপবোর্ড (ক্যালিফোর্নিয়া) সহ আরবি, উর্দু, বিভিন্ন পত্রিকা-নিউজ পোর্টাল। সাড়া পড়ে গেছে পুরো বিশ্বে। দশ লক্ষাধিক মুসল্লির সমাবেশ ঘটেছিল জানাযায়। আন্তর্জাতিক মিডিয়াগুলো এমনই শিরোনাম করেছে। শেষ বিদায়ের এই মিছিল স্মরণীয় করে রেখেছে সবাই।

The post সবার মধ্যমণি: আল্লামার ইন্তেকালে যে যা বললেন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8/

No comments:

Post a Comment