ফাতেহ ডেস্ক:
পিরোজপুর শহরের সার্জিকেয়ার ক্লিনিকের পিছনে প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকার বাসা থেকে স্বপ্না ওরফে রোজি (১১) নামে এক শিশু গৃহপরিচারিকার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে মাহমুদা আক্তার মেরি নামের ওই স্কুল শিক্ষিকার বাড়ির রান্নঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে পিরোজপুর সদর থানা পুলিশ।
স্বপ্না সদর উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে। চার বছর ধরে স্বপ্না ওই স্কুল শিক্ষিকার বাসায় গৃহপরিচারিকার কাজ করছিল। স্বপ্নার মা ও বাবার মধ্যে বিচ্ছেদ হওয়ার পর তার বাবা ঢাকায় অবস্থান করছেন। আর স্বপ্না এবং স্কুল শিক্ষিকা মেরি দুইজন ওই বাড়িতে থাকছেন।
এর আগে দুই মাস আগে স্কুল শিক্ষিকার বাড়ি ছেড়ে স্বপ্না তার গ্রামের বাড়ি দূর্গাপুরে চলে গিয়েছিল বলে জানান নিহত স্বপ্নার চাচা হাবিবুর রহমান। এরপর আবারও ওই স্কুল শিক্ষিকার অনুরোধে পুনরায় তাকে ওই বাড়িতে পাঠানো হয়।
এরপর দুপুরে ওই শিক্ষিকার ঘরের রান্নাঘরের সিলিং এর সাথে ঝুলন্ত অবস্থায় স্বপ্নার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর বিষয়টি অত্যন্ত সন্দেহজনক বলে দাবি স্বজনদের। তাই বিষয়টি তদন্ত করে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের দাবি তাদের।
খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে ওই মেয়েটির মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও মৃতদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
The post স্কুল শিক্ষিকার বাড়ি থেকে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95/
No comments:
Post a Comment