আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের কারবালায় হুসাইন ইবনে আলী রা.-এর কবরের নিকটে পবিত্র কাবার অনুরুপ নির্মিত একটি প্রতিকৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এর ফলে ইরাকের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ খবর আল বালাদ নিউজের।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, কিছু সাধারণ পর্যটক আগ্রহভরে তা দেখছে৷ কেউ কেউ সম্মান প্রদর্শনের জন্য ভক্তিভরে চুম্বনও করছে৷
কবরের একজন দায়িত্বশীলের বরাতে আল বালাদ জানায়, স্থাপনাটি দুদিনের জন্য এখানে রাখা হয়, এরপর তা আবার অপসারণ করা হয়৷
ওই দায়িত্বশীল আরও জানান, প্রতিবছর আশুরা ও হুসাইন রা.-এর জন্মদিন উপলক্ষে এটা মাজারের সামনে রাখা হয়৷ এটা কারবালার স্মৃতি ও ঐতিহ্য৷ আগে এটা হুসাইন র৷.-এর জন্ম এবং তাজিয়া মিছিল উপলক্ষে বেলুচিস্তানের এক চত্বরে রাখা হতো৷ প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন এ প্রথা বাতিল করে দিয়েছিলো৷ এখন আবার তা চালু করা হয়েছে৷
The post কারবালায় হযরত হোসাইনের কবরের কাছে কাবার প্রতিকৃতি, ক্ষুব্ধ বিশ্ব মুসলিম appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95/
No comments:
Post a Comment