ফাতেহ ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন অন্তর্ভুক্ত শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল এবং সারুলিয়া এলাকার সড়ক অবকাঠামো প্রকল্পে অনিয়মের বিষয়ে জানতে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু দুই মাস পার হয়ে গেলেও চিঠির জবাব এখনো দেয়নি সিটি করপোরেশন। তবে নানা ব্যস্ততায় প্রতিবেদন দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন সংযুক্ত শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল এবং সারুলিয়া এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয় ২০১৭ সালে। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই ভেঙে যায় অনেক রাস্তা। এ নিয়ে গত ২রা ডিসেম্বর একটি প্রতিবেদন প্রচারিত হয় ডিবিসি নিউজে।
এরপরই প্রকল্পের অনিয়মের বিষয়ে জানতে চেয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনকে ৯ই ডিসেম্বর চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। জানতে চাওয়া হয়, প্রকল্প শেষ না হতেই কেন সড়কে খানাখন্দ তৈরি হয়েছে, ড্রেন থাকার কথা থাকলেও কেন অনেক সড়কেই ড্রেনের অস্তিত্ব নেই এবং রাস্তা তৈরিতে দুর্বল পাইলিং এবং রড ব্যবহারের অভিযোগের সত্যতার বিষয়েও জানতে চাওয়া হয়।
The post প্রকল্পে অনিয়ম: মন্ত্রণালয়ের চিঠির উত্তর দিচ্ছে না ডিএসসিসি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be/
No comments:
Post a Comment