Saturday, February 20, 2021

কুমিল্লায় লরি চাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

ফাতেহ ডেস্ক:

কমিল্লায় লরি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম ইব্রাহিম (৩৫)। তার বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে। অপরজনের বয়স ৩০ বছর, তবে তার পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলকে একটি লরি পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক লরিটি জব্দ করে চালক সালাউদ্দিনকে আটক করা হয়েছে।

The post কুমিল্লায় লরি চাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4/

No comments:

Post a Comment