Friday, February 19, 2021

ফারাবিকে আইনি সহায়তা দেবে ইসলামী যুব আন্দোলনের এম হাছিবুল ইসলাম

ফাতেহ ডেস্ক:

অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি শফিউর রহমান ফারাবিকে আইনি সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এম হাছিবুল ইসলাম।

গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ফারাবিকে আইনি সহায়তা দিতে চাই। সকলের কাছে অর্থনৈতিকসহ সার্বিক সহযোগিতা কামনা করছি।’

প্রসঙ্গত, অভিজিৎ হত্যা মামলার পাঁচ আসামির মৃত্যুদণ্ড হয়েছে এবং আসামি শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই মামলার রায়ে ফারাবীর যাবজ্জীবন হল তার কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আদালত পাঁচ আসামিকে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সালের ৬(২)(অ) ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এই ধারাতে ফারাবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। এই ধারায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে রায়ে বলা হয়েছে, আসামি শফিউর রহমান ফারাবী অত্র মামলায় কোনো দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। আসামি আবু সিদ্দিক সোহেল, আরাফাত রহমান সিয়াম এবং মোজাম্মেল হুসাইন সায়মন তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি শফিউর রহমান ফারাবীর নাম উল্লেখ করেননি।

তিনি আরো জানান, অভিজিৎ রায়কে অনুসরণ কিংবা বইমেলায় রেকি করাসহ কোনো অভিযোগই শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে নেই। কাজেই দেখা যাচ্ছে যে, আসামি শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬(২)(অ) ধারার অভিযোগ প্রমাণিত হয়নি। তাই ফারাবীকে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)(অ) ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড দেওয়া হয়।

The post ফারাবিকে আইনি সহায়তা দেবে ইসলামী যুব আন্দোলনের এম হাছিবুল ইসলাম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac/

No comments:

Post a Comment