Sunday, February 21, 2021

‘আমি থাকতে তালেবান তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, আমি বেঁচে থাকতে তালেবানদেরকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে দেওয়া হবেনা৷ তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা৷

তালেবান সেনারা কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করে দেশে সহিংসতা অব্যাহত রেখেছে বলে অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন। খবর এ্যারাবিক আরটি ডট কম।

এদিকে তালেবান সেনাদের দাবী, তারা চুক্তির প্রতি যথাযথ সম্মান বজায় রেখেছে৷ এবং সরকারী সেনাদের জবাবেই তারা আক্রমণ চালায়৷ তাছাড়া চুক্তির পর থেকে নিয়ে এপর্যন্ত একটা বিদেশী সৈন্যর প্রতিও তারা হামলা চালায়নি৷

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি এ্যারাবিক আরটি ডট কম আমেরিকান স্বশস্ত্র সেনাদের বিষয়াদি সম্পর্কিত ‘Stars and Stripes’ (স্টারস এবং স্ট্রিপস) ওয়েবসাইটের বরাত দিয়ে জানায়, আফগানিস্তানে সর্বশেষ আমেরিকান সৈন্য নিহত হওয়ার পর থেকে এক বছর পেরিয়ে গেছে, এর মধ্যে আর একটা সৈন্যও নিহত হওয়ার ঘটনা ঘটেনি৷

আমেরিকান সেনাদের সর্বশেষ নিহত হওয়ার ঘটনা ঘটেছিলো ২০২০ সালের ৮ ফেব্রুয়ারিতে৷ তবে এ হামলাটি তালেবানরা চালায়নি৷ আফগান সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ক’জন বন্দুকধারীরা চালিয়েছিলো, যার ফলে নাঙ্গারহার প্রদেশের সার্জেন্ট মেজর ‘জাভিয়ের গুতেরেজ’ এবং “আন্তোনিও রদ্রিগেজ” নিহত হয়েছিলো৷ তখন সাবেক প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পের সাথে শান্তিচুক্তির আলোচনা চলছিলো৷

 

The post ‘আমি থাকতে তালেবান তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবে না’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/

No comments:

Post a Comment