ফাতেহ ডেস্ক:
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জামাতা অধ্যক্ষ নুরুল হক মিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ এশার রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে ও জামিয়া রাহমানিয়ার মুহাদ্দিস মাওলানা এনামুল হক।
আঁটিবাজারস্থ আল্লামা আজিজুল হক রহ. এর মাকবারার পাশে অধ্যক্ষ নুরুল হক মিয়াকে দাফন করা হবে। এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
অধ্যক্ষ নুরুল হক মিয়া ছিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি দুই ছেলে ও ছয় কন্যার জনক। তার আটজন সন্তানই কুরআনে কারিমের হাফেজ। কেমিস্ট্রির খ্যাতিমান এই প্রফেসরের অন্তত সাতটি বই উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের পাঠ্যসূচিভুক্ত। এছাড়া তিনি একজন দাঈ ছিলেন। নানা অঙ্গনে দীনি খেদমত আঞ্জাম দিয়েছেন।
১৯৪৪ সালের ১ জুলাই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অঁজপাড়া গাঁয়ে জন্ম নেয়া নূরুল হক শিক্ষা জীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে।
The post শাইখুল হাদীস রহ. এর জামাতা অধ্যক্ষ নুরুল হক মিয়ার জানাজা সম্পন্ন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%87%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/
No comments:
Post a Comment