Monday, March 1, 2021

সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান খুন

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক (৮০) নিজ বাসায় খুন হয়েছেন। সোমবার (১ মার্চ) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারের কাজ করছে পুলিশ। প্রাথমিক সুরতহালে তার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিজ বাড়িতেই বাস করতেন সাবেক চেয়ারম্যান আব্দুল হক। তার সঙ্গে একজন কেয়ারটেকার থাকতো। রোববার রাত থেকে সোমবার ভোরের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।

তিনি বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধারে কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাবে। ময়নাতদন্ত শেষে জানা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

The post সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান খুন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87/

No comments:

Post a Comment