আন্তর্জাতিক ডেস্ক:
জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে গোপন বৈঠক করেছেন ইজরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।
ইজরাইলি দৈনিক ইয়েদিয়থ আহনোরোথ রোববার এ সংবাদ প্রকাশ করেছে। খবর আনাদোলুর।
পত্রিকাটির খবরে বলা হয়, জর্ডানের রাজার সঙ্গে ইজরাইলি প্রতিরক্ষামন্ত্রীর ওই গোপন বৈঠকটি জর্ডানে হলেও কবে এবং কোথায় হয়েছে তা উল্লেখ করা হয়নি।
ইজরাইলের আসন্ন জাতীয় নির্বাচনে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি থেকে নির্বাচন করবেন প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। পত্রিকাটির খবরে বলা হয়, দলটির শীর্ষ নেতাদের এ গোপন বৈঠকের কথা জানিয়েছেন তিনি।
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বেনি গান্টজ বলেন, আম্মানের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে ইজরাইলের প্রধানমন্ত্রীর কারণে।
এর আগে ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজিও একাধিকবার জর্ডানের রাজার সঙ্গে দেখা করেছেন। তবে এসব গোপন বৈঠক নিয়ে মুখ খোলেনি জর্ডানের কর্তৃপক্ষ।
ইজরাইলের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত জর্ডানের। ১৯৯৪ সালে মধ্যপ্রাচ্যে এ মুসলিম দেশটি ইজরাইলকে স্বীকৃতি দেয়। এর আগে ১৯৭৯ সালে মদ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবার আগে ইজরাইলকে স্বীকৃতি দেয় মিসর।
The post জর্ডানের রাজার সঙ্গে গোপন বৈঠক করলেন ইজরাইলি প্রতিরক্ষামন্ত্রী! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa/
No comments:
Post a Comment