আন্তর্জাতিক ডেস্ক:
তালেবানের পক্ষে কথা বলায় ভারতের উর্দু কবি মুন্নাবর রানাকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক।
শুক্রবার এক সাক্ষাৎকারে মুন্নাবরকে বলতে শোনা যায়, “তালেবান যদি আফগানিস্তানে থাকে, তাই বলে ভারতের তো ভয় পাওয়ার কোনও কারণ নেই। তালেবান সন্ত্রাসী নয়, বরং ওরা আক্রমণাত্মক। যদি ইতিহাস দেখেন তাহলে জানবেন, ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কোনওকালেই খারাপ ছিল না। তাই ভারতের আফগানিস্তান নিয়ে ভয়েরও কোনও কারণ নেই। কোথাও কি এমন কোনও ঘটনা ঘটেছে যেখানে তালেবানের দ্বারা একজন ভারতীয়ও ক্ষতিগ্রস্ত হয়েছেন?”
এদিকে, আফগানিস্তানে বিগত ২০ বছর ধরে মার্কিন সেনা থাকায় যে তিনি অসন্তুষ্ট, তাও বোঝান মুন্নাবর। তিনি বলেন, “তালেবান তো নিজেদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য লড়াই করেছে। নিজের দেশকে কীভাবে কেউ দখল করবে! এটা তাদের নিজেদের বিষয়। এক সময় ভারতীয়রা ইংরেজ শাসনে পরাধীন ছিল। তারাও দেশকে মুক্ত করেছে। তাহলে তালেবান যদি নিজেদের মাটিকে স্বাধীন করতে চায়, তাতে ভুল কোথায়?”
তার এমন মন্তব্যের পরই জোর বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। সমালোচনার মুখে পড়তে হয়েছে কবিকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু
The post তালেবানের পক্ষে কথা বলায় ভারতের উর্দু কবির বিরুদ্ধে তোপ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/
No comments:
Post a Comment