Tuesday, August 31, 2021

অমুসলিম মেয়েদেরকেও আলাদা স্কুলে পড়ানোর আহ্বান আরশাদ মাদানির

আন্তর্জাতিক ডেস্ক:

মেয়েদের নিরাপদ রাখতে তাদেরকে সহশিক্ষা স্কুলে না পাঠানোর জন্য অমুসলিম মা-বাবাদের অনুরোধ করেছেন জমিয়তে উলামা-ই-হিন্দ (জেইউএইচ) -এর সভাপতি আরশাদ মাদানি। পাশাপাশি তিনি মেয়েদের আলাদা স্কুলে পড়ানোর ওপর জোর দেন।

সোমবার (৩০ আগস্ট) জেইউএইচ -এর কার্যনির্বাহী কমিটির বৈঠকে ছেলে-মেয়েদের জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা, বিশেষ করে মেয়েদের ধর্মীয় পরিবেশে পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ সংস্কারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বৈঠকের পর এক প্রেস বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

প্রেস বিবৃতিতে মাদানী বলেন, অনৈতিকতা এবং অশ্লীলতা কোন ধর্মের শিক্ষা নয়। এটি বিশ্বের প্রতিটি ধর্মেই নিন্দিত। কারণ এগুলো সমাজের পবিত্রতা নষ্ট করে। আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে তাদের মেয়েদের অনৈতিকতা এবং অসদাচরণ থেকে দূরে রাখার জন্য সহশিক্ষা দেওয়া থেকে বিরত থাকতে এবং তাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে বলব।

মাদানি আরও বলেন, আমাদের এমন স্কুল ও কলেজের খুব প্রয়োজন, যেখানে আমাদের শিশুরা, বিশেষ করে মেয়েরা কোনো বাধা বা বৈষম্য ছাড়াই উচ্চশিক্ষা লাভ করতে পারবে। মুসলমানদের অবশ্যই তাদের সন্তানদের যে কোনও মূল্যে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে।

The post অমুসলিম মেয়েদেরকেও আলাদা স্কুলে পড়ানোর আহ্বান আরশাদ মাদানির appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87%e0%a6%93-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/

No comments:

Post a Comment