Tuesday, August 31, 2021

সিঙ্গাপুরে মুসলিম নারী নার্সদের হিজাব পরার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক:

নার্স-সহ সিঙ্গাপুরের জনস্বাস্থ্যসেবাতে কর্মরত মুসলিম নারীদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। রোববার (২৯ আগস্ট) তিনি এ অনুমতির ঘোষণা দেন। তবে এ অনুমোদন নভেম্বর থেকে কার্যকর হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, হিজাব পরা মুসলিম সম্প্রদায়ের জন্য ক্রমবর্ধমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক মুসলিম নারীদের জন্য এটি তাদের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ধর্মীয় পরিচয়ের প্রকাশ। এটি বিশ্বজুড়ে, দক্ষিণ -পূর্ব এশিয়া এবং সিঙ্গাপুরে, ইসলামের শক্তিশালী ধর্মানুভূতির প্রবণতাকে প্রতিফলিত করে।

জাতীয় দিবসের সমাবেশে লি বলেন, একটি প্রজন্মের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তনটি বেশ সুস্পষ্ট। আর সরকারও মুসলিম মহিলাদের হিজাব পরার আকাঙ্ক্ষা পুরোপুরি বোঝে। পাশাপাশি অমুসলিমরা মুসলিম মহিলাদের হিজাব পরতে দেখে বেশি অভ্যস্ত হয়ে উঠেছে। অন্যদিকে সিঙ্গাপুরের তরুণরা জাতিগত ও ধর্মীয় পার্থক্যকে বেশি গ্রহণ করছে।

সূত্র: আনাদলু এজেন্সি

The post সিঙ্গাপুরে মুসলিম নারী নার্সদের হিজাব পরার অনুমতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8/

No comments:

Post a Comment