সুলাইমান সাদী:
মেলায় হারিয়ে যাওয়া বালকের বুকে আল্লাহু আল্লাহু
মায়ের কথা মুহুর্মুহু বাজতে থাকে—
পথ হারাবি, হারাবি না আল্লাহ তায়ালার নাম
নিজেকে হারাবি, হারাবি না জায়নামায
ঘোর অন্ধকারে তুফান ছুটেছে দিগ্বিদিক
কদমে কদমে চোখে ভাসে সাদা দাড়ি
যেন ঝলসে ওঠে পথে পথ
যেন অনুসন্ধান, যেন পথের দিশা
যেন বিপাকে পড়া খড়ের আগুনে উল্লাসের হাসি
মাঝির ডাকে যদি হদিশ ফিরে আসে
যদি নদীর মতো ভাসিয়ে নিয়ে যায় দূরে
হিসেব কষতে বসে জায়নামাজে চোখ পড়ে যায়
দূরের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকে দখিনা হাওয়া
আজগুবি চন্দ্রিমা আর লালসার সৌরভে
হুহু জাগে অন্তরে, বদ্ধ ঘরে ডুকরে ওঠে মগ্ন বিভোর আত্মা গোনাহগার
ও সুরেশ ঐকতান
ও বিকালের মেঘ
এই নিশীথের কথা জমা করে রেখো, এই সুবাতাস, এই গুনগুন সুর।
The post পথশেষে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87/
No comments:
Post a Comment