Wednesday, August 25, 2021

একদিনে ২৭৮ ডেঙ্গু রোগী ভর্তি

ফাতেহ ডেস্ক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৩০ জন ঢাকায় ও ৪৮ জন ঢাকার বাইরের হাসপাতালে।

এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯০। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১০৩ জন রয়েছেন।

এদিকে চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৭২১ জন রোগী।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭৮ জনের ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫২ জন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ছয় হাজার ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন।

The post একদিনে ২৭৮ ডেঙ্গু রোগী ভর্তি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%ad%e0%a7%ae-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%b0/

No comments:

Post a Comment