আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, মুসলিম বিশ্বের উচিত শান্তি, স্থিতিশীলতা ও উন্নত দেশ গঠনে প্রত্যাশী আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা। গতকাল শনিবার ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল-উসাইমিনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন শাহ মাহমুদ কোরেশি।
পাক পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপে দু’পক্ষ আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় পাক পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের অর্থনীতি, পুনর্গঠন, পুনর্বাসন এবং মানবিক প্রয়োজনে আফগান জনগণের পাশে থাকা। আফগানিস্তানে টেকসই শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য পাকিস্তান গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
এসময় ওআইসির মহাসচিব পাক পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে, রোববার সৌদি আরবের জেদ্দায় আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওআইসির নির্বাহী কমিটির বৈঠক হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আবাসিক প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে আলাদা টেলিফোন আলাপে কোরেশি বলেছেন, পাকিস্তান সবসময় আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দিয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান শুধুমাত্র পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং পুরো অঞ্চলের জন্য জরুরি। টেলিফোন আলাপে শাহ মেহমুদ কোরেশি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
The post ‘মুসলিম বিশ্বের উচিত আফগানদের প্রতি সংহতি প্রকাশ করা’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97/
No comments:
Post a Comment