ফাতেহ ডেস্ক:
বরিশালের সাম্প্রতিক ঘটনা ‘অনির্বাচিত’ সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায় এ মন্তব্য করা হয়। গতকাল শনিবার বিকেলে এই ভার্চ্যুয়াল বৈঠক হয়। আজ রোববার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই বৈঠকের বিবরণী পাঠানো হয়।
১৮ আগস্ট রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কে উপজেলা পরিষদ কম্পাউন্ডে শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। এ সময় ইউএনওর সরকারি বাসভবনেও হামলার অভিযোগ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান, অন্যটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল। ইউএনওর মামলায় সিটি মেয়রকে প্রধান আসামি করা হয়।
আবার ইউএনও মুনিবুর রহমান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ও এসআই শাহজালাল মল্লিকের নামে পৃথক দুটি মামলার আবেদন করা হয়েছে রোববার।
বিএনপির স্থায়ী কমিটির সভায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে ইউএনওর বাসভবনে হামলা, ভাঙচুর ও ময়লা ফেলে শহরের রাস্তা অবরোধের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মেয়রকে গ্রেপ্তারের দাবি এবং ‘বরিশালের মেয়রের অত্যাচারে বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ’ উল্লেখ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সভায় বলা হয়, এ ঘটনার মধ্য দিয়ে এই অনির্বাচিত সরকারের অভ্যন্তরের দ্বন্দ্ব পরিষ্কার হয়েছে। প্রমাণিত হয়েছে যে সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
সভায় হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ।
The post বরিশালের ঘটনা সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ: বিএনপি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad/
No comments:
Post a Comment