আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর পশ্চিম তীরে ইজরাইলি বাহিনীর হাতে মোট ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ২২১ জন ফিলিস্তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে পশ্চিম তীরের অঞ্চল সি-তে ফিলিস্তিনের মালিকানাধীন ৫২৭ টি স্থাপনা ভেঙে ফেলেছে ইজরাইলি বাহিনী। যার ফলে বাস্তুভিটা হারিয়ে দেশত্যাগ করেছেন ৭৩৩ জন ফিলিস্তিনি।
ইজরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে অসলো চুক্তি ১৯৯৫-এর আওতায় পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরকে তিনটি অংশে বিভক্ত করা হয়। এগুলো হলো— এলাকা A, B এবং C।
ইজরাইল পশ্চিম তীরের কিছু অংশে, বিশেষ করে C এরিয়ায় ফিলিস্তিনিদের কোনো ভবন নির্মাণ করতে দেয় না। এই এরিয়া ইজরাইলের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণের আওতায় পড়ে। এই C এরিয়ায় বর্তমানে ৩ লাখ ফিলিস্তিনিদের বাসস্থান। এদের অধিকাংশই বেদুইন এবং পালক সম্প্রদায়; যারা প্রধানত তাঁবু, কাফেলা এবং গুহায় বসবাস করে।
আন্তর্জাতিক আইন পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম উভয়কে দখলকৃত অঞ্চল হিসাবে দেখে এবং সেখানে ইহুদিদের বসতি নির্মাণের সমস্ত কাজকে অবৈধ বলে মনে করে।
সূত্র: দ্য মুসলিম নিউজ
The post চলতি বছরে ইজরাইলি বাহিনীর হাতে নিহত ৫৫ ফিলিস্তিনি: জাতিসংঘ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80/
No comments:
Post a Comment