Thursday, August 19, 2021

আল্লামা বাবুনগরীর জানাযা রাত এগারোটায়

ফাতেহ ডেস্ক :

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাযার সময় পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী আজ রাত ১১ টায় হাটহাজারী মাদরাসার মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে দারুল উলুম হাটহাজারীর মাকবারাতেই দাফন করা হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী।

তিনি জানান, আল্লামা বাবুনগরীর পরিবার ও মাদরাসার পরিচালনা কমিটির সদস্যগণ মিলে নতুন এ জানাজার সময় নির্ধারণ করেছেন।

এর আগে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা নামাজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাজা নামাজে অংশ নিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভক্ত, অনুরক্ত ও ছাত্ররা এই সময়ে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় জানাজার নামাজের সময় পরিবর্তন করা হয়েছে।

 

The post আল্লামা বাবুনগরীর জানাযা রাত এগারোটায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%be/

No comments:

Post a Comment