মুহিম মাহফুজ:
যা কিছু ছোট, তার চেয়ে, যা কিছু বড়
সে সবই আমি বেশি ভালোবাসি
দৃশ্যমান অদৃশ্যের সকল গায়েব জ্ঞান
যিনি চেতনায় রাখেন হাজির
তার নিঃসীম ব্যাপ্তির বিপরীতে আমার অস্তিত্ব শুধু
অনস্তিত্বই প্রমাণ করে
কিন্তু তাকে -আমি যাকে ভালোবাসি-
পরিব্যপ্ত করে রাখে আমার ভালোবাসার গায়েবি গন্ধ
ও আমার গন্ধরাজ
আপনার নিঃশ্বাসের গন্ধ থেকে মেশক তুলে রাখি
সেই মেশকে শরীর ধুয়ে আপনার কাছেই নত করি শির
প্রকৃত পক্ষে সম্পূর্ণ সমর্পণের শেষ সীমানা পেড়িয়ে
আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে যাই
ভালোবাসা আমাকে সমর্পণের প্রতিযোগিতায় ঠেলে দিলে
আমরা পরস্পর অপরাজেয় প্রতিপক্ষের ভূমিকা নিয়ে
অনিঃশেষ সময়ের প্রান্তরে মুখোমুখী থাকি
ঘায়েল করার অব্যর্থ বিদ্যা রপ্ত করে
আমরা হেরে গিয়ে জিতে জেতে পারি
জানি, বিপরীত যুদ্ধের শেষ নেই
যদি না আমরা আলিঙ্গনের উত্তাপে নিজেদের আড়াল করি
দর্র্বলতার সংজ্ঞা মুছে দিয়ে প্রেমিকের পরিচয়ে আপনাকে বরণ করেছি
এইটুকু সাহসের স্বীকৃতি দিয়ে আপনিও গ্রহণ করুন
হে আমার প্রেম ও তাপের প্রথম অংশীদার
প্রেমিকের সত্তায় সমুদয় শক্তির আর্দ্রতা অধিকার করে
আমাকে ভালোবাসতে দিন
যা কিছু ছোট, তার চেয়ে, যা কিছু বড়
সে সবই আমি বেশি ভালোবাসি
আপনার অনন্ত অস্তিত্বের অসীম ব্যাপ্তিতে আমার সসীম প্রেম
যন্ত্রণায়
কাতরায়
তড়পায়
মগ্ন হয়
দগ্ধ হয়
নিঃস্ব হয়।
The post ইসমে আজম appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ae/
No comments:
Post a Comment