আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের নেভসেহির শহরে ঘুরতে এসে ইসলাম গ্রহণ করেছেন নেদারল্যান্ডের ৫১ বছর বয়সী নাট্য পরিচালক হুবারদিনা আলিদা ডোনা রিসা। ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে বলে জানান তিনি। খবর আনাদোলু এজেন্সির।
এক বিবৃতিতে নেভসেহির প্রদেশের দারুল ইফতা বিভাগ জানায়, ডাচ নাট্য পরিচালক রিসা তুর্কি বাগদত্তা গিয়ুনির গিফুন ও তাঁর পরিবারের মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে পারেন। তুরস্কে ভ্রমণে এসে স্থানীয় সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানেন। ইসলামের বিধি-বিধান সম্পর্কে জানতে পেরে এর সৌন্দর্যে মুগ্ধ হন। এরপর তিনি স্থানীয় দারুল ইফতা বিভাগের মাধ্যমে মুসলিম হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
দারুল ইফতার অনুষ্ঠানে রিসা বলেন, ‘স্থানীয় মসজিদের খতিব ও তাঁর পরিবারের মাধ্যমে আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি। এর আগে আমি দুই বছর যাবত ইসলাম নিয়ে গবেষণা করি। এরপর স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করি। মুসলিম হিসেবে আমি অত্যন্ত আনন্দিত।’
ইসলাম গ্রহণকালে রিসাকে কালেমা পাঠ করান স্থানীয় মুফতি আহমদ জালালুদ্দিন আলতুন। এ সময় তিনি রিসার কাছে ঈমানের গুরুত্ব, ইসলামের মূলনীতি ও কালেমা শাহাদাতের অর্থ নিয়ে আলোচনা করেন। এরপর তাঁর কাছে কালেম পাঠ করে মুসলিম হন এ ডাচ নাট্যকার।
স্থানীয় মুফতি আলতুন ডাচ নাট্যকারকে ইসলাম গ্রহণের সনদ ও পবিত্র কোরআনের একটি কপি উপহার হিসেবে প্রদান করেন।
The post ডাচ নাট্য পরিচালক হুবারদিনার ইসলাম গ্রহণ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%9a-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6/
No comments:
Post a Comment