আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবান। বৃহস্পতিবার ওই হামলায় ১২ মার্কিন সেনাসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জনের বেশি। হতাহতদের মধ্যে বেসামরিক আফগান নারী ও শিশু রয়েছে।
এই ঘটনার নিন্দা জানিয়ে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১৩ থেকে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২ জন। তালেবান সংস্কৃতি কমিশনের সদস্য আবদুল কাহার বলখি এক তুর্কি টেলিভিশনকে বলেন, ‘এটা সন্ত্রাসবাদী হামলা। বিদেশি সেনা উপস্থিতির কারণে এই হামলা হয়েছে। আমরা আর এমন হামলা চাই না। সারা বিশ্বের উচিত এই হামলার নিন্দা জানানো।’ তালেবানের আরেক মুখপাত্র সুহাইল শাহিন টুইটারে এক বিবৃতিতে বলেন, হামলার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণের নিরাপত্তার বিষয়ে মনোযোগ দিচ্ছে তালেবান।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলায় ১১ মেরিন সেনা ও নৌবাহিনীর একজন চিকিৎসক নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কমপক্ষে এক ডজন মার্কিন সেনা নিহত হয়েছেন।
The post কাবুলে বিস্ফোরণ, যা বললো তালেবান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a4/
No comments:
Post a Comment