সাইয়্যেদ তানভীর এনায়েত:
আমারে রাইখা দেও অপঠিত কিতাবের মতো
দুর্বোধ্য ভাষা যার অনুবাদও প্রায় অক্ষম
পাঠকপ্রিয়তা নাই, লেখকেরও নাই শুহরত
কোনো এক মাকতাবে যেইখানে আনাগোনা কম
আমারে কিতাব ভাইবা মুতালায় দেও যদি ধ্যান
ইবারতে পাইবা না সুরুর হইবে না শরহে সদর
বুঝবা না মতন শরাহ মনে হইবে বেমুফিদ জ্ঞান
এরচেয়ে রাইখা দেও ধুলাবালি পড়া বেকদর।
The post কিতাবুল হায়াত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4/
No comments:
Post a Comment