ফাতেহ ডেস্ক:
সিলেটের চা বাগানে দ্বীন শিক্ষার কার্যক্রম শুরু করেছেন সিলেটের কয়েকজন তরুণ আলেম। এই তরুণদের মধ্যে অন্যতম মাওলানা আহমদুল হক, হাবিব মুস্তাফিজুর রহমান, আবুল কালাম প্রমুখ ।
মাওলানা আহমদুল হক গণমাধ্যমকে বলেন, সিলেট শহর থেকে উত্তরদিকে বড় বড় বেশ কয়েকটি চা বাগান আছে। যেমন- লাক্কা তুরা, মালনিছড়া,আলী বহার, হিলুয়াছড়া, তেলিহাটি বরজান, দুপাগুল, চিকনাগুল চা বাগান সহ আরো অনেক। আমরা গত কয়েকমাস মাস থেকে কাজ শুরু করেছি। এখন চা বাগানে ছুটি চলছে; এই অবসরে ২০জন শ্রমিককে আমরা সম্পূর্ণ খরচ দিয়ে তিন দিনের তাবলীগে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, তারা এখন চা বাগানে আমাদের তৈরী ‘বরজান’ মসজিদে আছেন। আমাদের পক্ষ থেকে আবুল কালামকে তাদের সাথে পাঠানো হয়েছে। তাছাড়া আমাদের কাজের ধারাবাহিকতায় একাধিক টিউবওয়েল দিয়েছি। স্থানীয়দের চাহিদায় তিনটি মসজিদ স্থাপন করেছি। লাক্কাতুরা স্টেডিয়াম থেকে ভেতরে গেলে ৫০টি পরিবার পাওয়া যায়, যাদের আশপাশে কোন মসজিদ নাই, সেখানের একজন মহিলা মসজিদ বানানোর জন্য জায়গা দিয়েছেন, শীগ্রই এটির কাজ হবে। এটি হবে চতুর্থ মসজিদ।
এসব এলাকায় দ্বীন শিক্ষার কার্যক্রম শুরু করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হননি বলেও জানান তিনি। তারা চাচ্ছেন, ২২টি চা বাগানের প্রত্যেকটিতে মকতব শুরু করতে। যেন কেউ কোরআনি শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
The post চা বাগানে তরুণ আলেমদের দ্বীন শিক্ষার কার্যক্রম appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d/
No comments:
Post a Comment