Thursday, August 26, 2021

জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন: গুপকার ডিক্লারেশন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ‘বিশেষ মর্যাদা’ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ছয় দলীয় যৌথ মঞ্চ ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ (পিএজিডি)। সংগঠনের পক্ষ থেকে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা পুনর্বহালের দাবি জানানো হয়।

মঙ্গলবার ‘গুপকার’ নেতাদের এক বৈঠক শেষে সংগঠনের মুখপাত্র ও সিপিএম নেতা মুহাম্মাদ ইউসুফ তারিগামি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশেষ মর্যাদা ফিরে পাওয়া উপত্যকার মানুষের সাংবিধানিক অধিকার। আমরা বিশেষ মর্যাদা ফিরে পাওয়া ছাড়া অন্য কিছু চাচ্ছি না।’

ওই সংবাদ সম্মেলনে ইউসুফ তারিগামির সঙ্গে ছিলেন, পিডিপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ।

মাসখানেক আগেই ‘পিএজিডি’র প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উপত্যকার নির্বাচন ও রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। কিন্তু আগে নির্বাচন, না আগে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা সেই বিষয়টি স্পষ্ট হয়নি।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর থেকেই উপত্যকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে ‘গুপকার’ নেতৃত্ব জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহর বাসভবনে বৈঠকে বসেন। ওই বৈঠকে মেহবুবা মুফতি, মুজাফফর শাহ, জাভেদ মুস্তাফা মীর, আবদুল রহমান বেরি, মুহাম্মাদ ইউসুফ তারিগামি ও অন্যরা উপস্থিত ছিলেন।

The post জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন: গুপকার ডিক্লারেশন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d/

No comments:

Post a Comment