Monday, August 23, 2021

যে কারণে গাজা সীমান্ত বন্ধ করলো মিসর

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকার মূল সীমান্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে মিসর। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকাটির শাসক দল হামাসের সঙ্গে উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বছরে প্রথমবারের মতো কোনও কর্মদিবসে রাফাহ ক্রসিং বন্ধ রাখলো মিসর। গত মে মাসে হামাস-ইসরায়েল ১১ দিনের যুদ্ধের সময়ও এটি খোলা রাখে মিসরীয় কর্তৃপক্ষ।

মিসরীয় ওই কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল-হামাসের মধ্যে দীর্ঘমেয়াদে যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে মধ্যস্ততা করছে কায়রো। আর তারই অংশ হিসেবে চাপ প্রয়োগ করতে ক্রসিংটি বন্ধ রাখা হয়েছে। তবে কতোদিন এটি বন্ধ রাখা হবে তা স্পষ্ট নয় বলে জানান ওই কর্মকর্তা।

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইয়াদ আল বোজাম জানিয়েছেন, রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়ার বিষয়ে অবগত হয়েছেন তারা। এটি খুলে দিতে মিসরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানান তিনি।

আইয়াদ আল বোজাম বলেন, ‘ক্রসিংটি বন্ধ রাখা হলে গাজা উপত্যকার অভ্যন্তরে মানবিক সংকট বাড়বে। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব ক্রসিংটির কার্যক্রম আবারও শুরু হবে।’

উল্লেখ্য, গাজা উপত্যকার একমাত্র সীমান্ত ক্রসিং রাফাহ, যেটির নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে নয়।

The post যে কারণে গাজা সীমান্ত বন্ধ করলো মিসর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d/

No comments:

Post a Comment