আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তান পুনর্গঠনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের সাথে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানের পুনর্গঠন কর্যক্রম খুবই গুরুত্বপূর্ণ আর চীন খুব বড় একটি দেশ, তাদের অর্থনীতি অনেক বড় ও তাদের ব্যাপক আর্থিক সক্ষমতা আছে।
সকল দেশের সমর্থন লাভের ইচ্ছা প্রকাশ করে সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানের পুনর্গঠনে অংশ নিতে প্রতিবেশীসহ আঞ্চলিক সবগুলো দেশ ও বিশ্বের অন্য সব দেশকে উৎসাহ দেবেন তারা।
তিনি জোর দিয়ে বলেন, আফগান জনগণের ইচ্ছাকে সম্মান জানানো উচিৎ। তালেবান কর্তৃপক্ষকে সরকারিভাবে স্বীকৃতি দেয়ার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান।
সূত্র : আনাদোলু এজেন্সি
The post আফগানিস্তান পুনর্গঠনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সুহাইল শাহিন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80/
No comments:
Post a Comment