Saturday, September 18, 2021

টোকিওতে নতুন ইসলামিক সেন্টারে মুসলমানদের প্রথম জুমা আদায়

আন্তর্জাতিক ডেস্ক:

টোকিওর এডোগাওয়ের নিশি কাসাই জেলায় প্রতিষ্ঠিত একটি নতুন ইসলামিক সেন্টারে মুসলমানরা প্রথম জুমার নামাজ আদায় করেছে। এই সেন্টারের দোতলায় ইমাম এবং পুরুষ মুসল্লি, নীচতলায় নারী মুসল্লির মিলিয়ে মোট ৮০ জন মুসল্লি নামাজ পড়েছে।

ইমাম আব্দুল ওয়াহিদ আরব নিউজ জাপানকে বলেন, নিশি কাসাইতে একটি ইসলামিক সেন্টার খোলার চমৎকার সুযোগ হল। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি আমরা আমাদের প্রতিবেশী এবং স্থানীয় সম্প্রদায় এবং সমাজে ইসলামী মূল্যবোধ ও শিক্ষা ছড়িয়ে দেয়ার চেষ্টা করবো।

নিশি কাসাই সেন্ট্রাল টোকিও থেকে ট্রেনে প্রায় ১৫ মিনিট।

জাপান ইসলামিক ট্রাস্টের মহাসচিব হারুন কুরেশি আরব নিউজ জাপানকে বলেন, জাপানে জাপান ইসলামিক ট্রাস্টের মাধ্যমে নয়টি মসজিদ পরিচালিত হচ্ছে। আজকের এই নতুন ইসলামিক সেন্টার নির্মাণে জাপানের স্থানীয় মুসলমানদের এবং ৭০ টিরও বেশি দেশের দাতাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।

রাকিবুল হাসান

The post টোকিওতে নতুন ইসলামিক সেন্টারে মুসলমানদের প্রথম জুমা আদায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a6%93%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/

No comments:

Post a Comment