আন্তর্জাতিক ডেস্ক:
সর্বসম্মতিক্রমে ভারতের শীর্ষ ইসলামিক দল জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদ মাদানি। শনিবার দলটির কার্যনির্বাহী সভায় এ নির্বাচন সম্পন্ন হয়।
সভাপতি পদের জন্য মাওলানা মাহমুদ মাদানির নামের প্রস্তাব ছিল সবচেয়ে বেশি। ভারতের ২১ টি রাজ্যের নির্বাহী কমিটি তার পক্ষে ভোট দিয়েছিল। পরে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গ্রহণ করে জাতীয় নির্বাহী কমিটির পরবর্তী মেয়াদের জন্য মাওলানা মাহমুদ মাদানিকে সভাপতি নির্বাচিত করে করে।
সভায় মাওলানা মাহমুদ মাদানী ছাড়াও মাওলানা হাকিমুদ্দিন কাসমি, মুফতি আবুল কাসিম নোমানী মোহতামিম এবং শায়খুল হাদীস দারুল উলূম দেওবন্দ, মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী, মাওলানা মুফতি সালমান মনসুরপুরী, মাওলানা সাদিকুল্লাহ চৌধুরী, মাওলানা আজমি মুফতি মোহাম্মাদ, মুফতি মোহাম্মদ জাভেদ ইকবাল কাসমি, মাওলানা নিয়াজ আহমেদ ফারুকী এবং মুফতি ইফতিখার কাসমি কর্ণাটক অংশগ্রহণ করেন।
জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন মাওলানা মোহাম্মদ সালমান বিজনোরি দারুল উলুম দেওবন্দ, মুফতি আহমেদ দেবলা গুজরাট, মুফতি মোহাম্মদ আফফান মনসুরপুরী, মাওলানা মোহাম্মদ আকিল গাদি দৌলত, মাওলানা আলী হাসান মাজাহিরি, মুফতি আবদুল রেহমান নওগাওয়া সাদাত মাওলানা আব্দুল কুদ্দুস পালনপুরী, ডক্টর মাসুদ আহমেদ আজমি, বিশেষ আমন্ত্রিত হিসেবে হাজী মোহাম্মদ হারুন ভোপাল, ডা. সৈয়দুদ্দিন কাসমি, ক্বারী মোহাম্মদ আইয়ুব আজমি, মাওলানা আবদুল কাদির আসাম। যেখানে মাওলানা নাদিম আহমেদ সিদ্দিকী, মাওলানা হাফিজ পীর শাব্বির আহমেদ, মাওলানা মোহাম্মদ রফিক মাজাহিরি, মুফতি হাবিবুর রহমান এলাহাবাদ, ক্বারী মোহাম্মদ আমিন রাজস্থান।
সূত্র: ওয়ার্ল্ড হিন্দি নিউজ
The post জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি নির্বাচিত হলেন মাওলানা মাহমুদ মাদানি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment