ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে গত ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন চলছে। এরমধ্যেও ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলছিল। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়িয়ে কর্মদিবসের সংখ্যা কমানো হয়েছে। সেই কারণে আজ বুধবার সব ব্যাংক বন্ধ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একই কারণে চলতি মাসের প্রথম দিন গত রবিবার (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।
এর আগে গত ২৮ জুলাই (বুধবার) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম। নির্দেশনায় বলা হয় ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে।
The post আজ ব্যাংক বন্ধ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7/
No comments:
Post a Comment