ফাতেহ ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যে বিষক্রিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে একলাশপুর ইউনিয়নের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় মারা যাওয়া মিশন নূর হাদি (১০) ওই মাদ্রাসার নূরানী শাখার ছাত্র।
এ সময় মাদ্রাসার এক শিক্ষকসহ আরো ১৮ জন অসুস্থ হয়েছেন। যার মধ্যে ১৭ শিশুকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বয়স ৯ থেকে ১০ বছরের মধ্যে।
শিক্ষার্থীরা জানিয়েছে, প্রতিদিনের মতো সোমবার রাত ৯টার দিকে এশার নামাজ শেষে একলাশপুর বাজারের দোতালা মসজিদ সংলগ্ন মাদ্রাসার এক শিক্ষকসহ নূরানীর শাখার প্রায় ১৮ জন শিশু শিক্ষার্থী রাতের খাবার খাচ্ছিলো।
এক পর্যায়ে সবাই বমি করতে থাকে। এ সময় মাদ্রাসা কৃর্তপক্ষ স্থানীয় একজন চিকিৎসকে মাদ্রাসায় ডেকে নেয়। এরপর ওই চিকিৎসকের পরামর্শে অসুস্থ্য শিক্ষার্থীদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদ্রাসা অধ্যক্ষ ইসমাইল হোসেন জানান, রাতে ভাতের সাথে শিক্ষার্থীদেরকে গরুর মাংস দেয়া হয়। যা দুপুরেও তারা খেয়েছিল। স্থানীয় এক নারী খাওয়ারগুলো রান্না করেন। দুপুরে একসাথে রান্না করা মাংস আলাদা দুইভাগ করে রাখা হয়েছিল। দুপুরে একই খাবার খাওয়ার পর কারো কোন সমস্যা হয়নি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, হাসপাতালে ১৮জন শিশু শিক্ষার্থীকে নিয়ে আসার পর একজন মারা যায়। অন্য শিশুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এ সমস্যা হতে পারে। দুই শিশুর অবস্থা আংশকাজনক।
The post এতিমখানার খাদ্যে বিষক্রিয়ায় এক শিশুর মৃত্যু, অসুস্থ ১৭ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/
No comments:
Post a Comment