আন্তর্জাতিক ডেস্ক:
সন্তান তার নামের সঙ্গে মা নাকি বাবার পদবি ব্যবহার করবে, তাতে হস্তক্ষেপ করা বা নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই বাবার। সন্তান যার পদবিতে খুশি, সে পদবিই ব্যবহার করতে পারে। এতে কোনো আইনি জটিলতা নেই। এমন রায় দিয়ে একটি মামলা খারিজ করে দিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট। আদালতের এই রায় নিয়ে শোরগোল শুরু হয়েছে ভারতজুড়ে। সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
নাবালিকা মেয়ে মায়ের পদবি ব্যবহার করছে—এই অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর আর্জি ছিল—নাবালিকা মেয়েকে বাবার পদবি ব্যবহারের নির্দেশ দিক আদালত। নইলে বিমাসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অধিকার পেতে সমস্যা হতে পারে। কিন্তু সে আবেদন গতকাল শুক্রবার খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পল্লি।
বিচারপতি আবেদনকারীকে এদিন প্রশ্ন করেন, মেয়ে মায়ের পদবি ব্যবহার করলে সমস্যা কী? এতে সে আর্থিক অধিকারে বঞ্চিত হবে—এই যুক্তি টেকে না। সেইসঙ্গে বিচারপতির মন্তব্য—নাবালিকা মেয়ের কোন পদবি ব্যবহার করা উচিত, তা নির্ধারণ করার মালিক বাবা নন। যে পদবি সন্তানের ভালো লাগে, সেটিই ব্যবহার করবে সে। তবে মেয়ের স্কুলের খাতায় বাবা হিসাবে তাঁর নাম যেন থাকে, সে আবেদন করতে পারবেন তিনি। সেইসঙ্গে আদালতের মন্তব্য—বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ায় সাবেক স্ত্রীকে হয়রানি করতে এই মামলা করেছেন অভিযোগকারী। এমন রায় দিয়ে মামলাটি খারিজ করে দেন বিচারপতি।
The post মায়ের পদবি ব্যবহারের অধিকার সন্তানের রয়েছে : দিল্লি হাইকোর্ট appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf/
No comments:
Post a Comment