Thursday, August 5, 2021

আগামী পাঁচদিন ব্যাংক চলবে যেভাবে

ফাতেহ ডেস্ক:

সরকারের লকডাউন বাড়ানোর সিদ্ধান্তে আগামী সপ্তাহে ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে নতুন একটি নির্দেশনা জারি করেছেন কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে রোববার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলারে বলেছে, আগামী সোমবার ও মঙ্গলবার লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে দেশে করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। এর মধ্যে গত মঙ্গলবার চলমান বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে সরকার। আজ সেই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ অবস্থায় আজ নতুন প্রজ্ঞাপন জারি করে আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

The post আগামী পাঁচদিন ব্যাংক চলবে যেভাবে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ac/

No comments:

Post a Comment