Monday, September 20, 2021

তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার দাবি মাওলানা ফজলুর রহমানের

আন্তর্জাতিকক ডেস্ক:

বিরোধীদের জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানিয়েছেন, অবিলম্বে আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে। তার মতে, এতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থিতিশীলতা ফিরবে।

মাওলানা জিও নিউজ টিভিকে এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া। এটা হবে সহযোগিতা। এর ফলে দেশটিতে শান্তি নিশ্চিত হবে। আফগানিস্তানে সরকারে আসবে স্থিতিশীলতা।

মাওলানা ফজলুর রহমান বলেন, তালোবান সরকারকে স্বীকৃতি দেয়ার অর্থ হলো আফগানিস্তানকে স্বীকৃতি দেয়া। তালেবানদের সাহায্য করা হবে অবিলম্বে তাদের সরকারকে স্বীকৃতি দেয়া। তিনি আরো বলেন, আফগানিস্তানে নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় স্বার্থ দেখছে চীন এবং রাশিয়া। তখন পাকিস্তানেরও উচিত তালেবানদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। কারণ, আফগান জনগণের সঙ্গে পাকিস্তানের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। তার ভাষায়, এ জন্যই আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীল ব্যবস্থা চালু করতে তাদেরকে সহায়তা করা উচিত।

The post তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার দাবি মাওলানা ফজলুর রহমানের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/

No comments:

Post a Comment