Monday, September 20, 2021

ভারতের পাঞ্জাবে প্রথম দলিত মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ

আন্তর্জাতিক ডেস্ক:

বিধানসভা নির্বাচনের মাত্র চারমাস আগে ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি। রাজ্যটির প্রথম দলিত মুখ্যমন্ত্রী তিনি। সোমবার (২০ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পাঞ্জাবে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ৩১ শতাংশ। কংগ্রেসের প্রধান বিরোধী আকালি দল আগামী বিধানসভা ভোটে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোটে লড়বে। আকালির লক্ষ্য দলিত ভোট পাওয়া। তাই কংগ্রেস একজন দলিতকে মুখ্যমন্ত্রী করে ওই দলিত ভোটের সিংহভাগ পেতে চাইছে। জাঠ শিখ ও হিন্দু পাঞ্জাবিরা যাতে ক্ষুব্ধ না হন, সেজন্য দুইজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ করা হচ্ছে। একজন জাঠ শিখ এবং অন্যজন হিন্দু পাঞ্জাবি।

এর আগে, দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছিলেন পাতিয়ালার রাজপরিবারের সন্তান ও ভারতীয় সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন অমরিন্দর সিং। গত নির্বাচনে তিনিই কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু দলের বিধায়কদের বড় অংশের বিদ্রোহ এবং রাহুল-প্রিয়াঙ্কার বিরাগভাজন হওয়ার ফলে বিধানসভা ভোটের কয়েকমাস আগে সরে যেতে হলো অমরিন্দরকে।

 

The post ভারতের পাঞ্জাবে প্রথম দলিত মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%b2/

No comments:

Post a Comment