আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানির পশ্চিমাঞ্চলীয় নগরী কোলোনে এক দুর্বৃত্ত গত শুক্রবার একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। শুক্রবার ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে কোলোন কেন্দ্রীয় মসজিদে কেরোসিন ঢালতে দেখে ফেলেন এক নিরাপত্তা প্রহরি। খবর আনাদোলুর।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, এ সময় কেরোসিনের গ্যালন ও মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। এ ঘটনার পর মসজিদে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এছাড়া, আশপাশের সিসিক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্থানীয়দের কাছে সন্দেভাজনের পরিচয় জানতে আবেদন জানিয়েছে পুলিশ। করোলোনের এ মসজিদটি খুবই বিখ্যাত। তুর্কি মুসলিমরা মসজিদটি নির্মাণ করেছেন।
জার্মানিতে কট্টর ডানপন্থি এবং বর্ণবাদী দল নিও-নাজি গ্রুপ বহুদিন ধরেই মুসলিমদের জার্মান ছাড়ার হুমকি দিয়ে আসছে। ফান্সের পর ইউরোপে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস জার্মানিতে। দেশটির ৮ কোটি ২০ লাখ মোট জনসংখ্যার মধ্যে বর্তমানে ৫০ লাখ নাগরিক মুসলিম। এদের মধ্যে ৩০ লাখই তুরস্ক বংশোদ্ভূত মুসলিম।
The post জার্মানিতে রাতের আঁধারে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/
No comments:
Post a Comment