Saturday, November 20, 2021

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি করেন।

মামলায় উপজেলার মাহমুদপুর আগুয়ানদী এলাকার সেলিম মিয়া (৩২) নামের এক যুবককে আসামি করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার একটি গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর মা বলেন, তাঁর মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে সেলিম মিয়া প্রায়ই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। শুক্রবার তিনি ও তাঁর মেয়ে বাড়ির পাশের একটি জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় তাঁর মেয়ে পাশের একটি তাঁত কারখানার টিউবওয়েলে পানি পান করতে যায়। সেখানেই তাঁর মেয়েকে ধর্ষণ করেন সেলিম মিয়া। ঘটনাটি গোপন রাখতে ওড়না দিয়ে তাঁর মেয়ের হাত–মুখ বেঁধে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে শুক্রবার রাত থেকেই অভিযান শুরু হয়েছে।

The post মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87/

No comments:

Post a Comment