Wednesday, November 24, 2021

জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেম ইসলামিক ওয়াকফের ডেপুটি ডিরেক্টর শেখ নাজেহ বাকিরাতকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। তবে তাকে গ্রেপ্তারের কোনো কারণ জানানো হয়নি। খবর আনাদোলুর।

জর্ডান পরিচালিত জেরুসালেম ইসলামিক ওয়াকফ হল একটি ইসলামিক ধর্মীয় ট্রাস্ট, যাকে কখনও কখনও ইসলামিক ধর্মীয় এনডাউমেন্টস অর্গানাইজেশনও বলা হয়। এটি আল-আকসা মসজিদ ও জেরুাসালেমের পুরাতন শহরের টেম্পল মাউন্টের চারপাশে বর্তমান ইসলামিক স্থাপনাগুলো নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে।

১১৮৭ সালে মুসলমানদের হাতে জেরুসালেম মুক্ত হওয়ার পর থেকে কোনো না কোনো ওয়াকফ আল আকসায় প্রবেশাধিকারের বিষয়টি তত্ত্বাবধান করে আসছে। সবশেষ সংস্করণটি হল জেরুসালেম ইসলামিক ওয়াকফ। পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম দখল হয়ে যাওয়ার পর এটি জর্ডানের হাশেমাইট কিংডম দ্বারা প্রতিষ্ঠিত হয়।

জর্ডানের রাজা বর্তমানে ওয়াকফ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত তহবিল সরবরাহ করেন, যা পবিত্র স্থানটির জন্য বেসামরিক প্রশাসন হিসেবে কার্যকর। এটিকে অবশ্য ইসরায়েল সরকার স্বীকৃতি দিয়ে আসছে। ১৯৬৭ সালের জুন মাসে ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল জেরুসালেমের পুরনো শহর দখল করে।

 

The post জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইজরাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%ab/

No comments:

Post a Comment