Friday, November 19, 2021

‘গেস্টরুম’ বন্ধে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, ৫ ছাত্রকে ছাত্রলীগের নির্যাতন

ফাতেহ ডেস্ক:

গেস্টরুমে নির্যাতনের ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ‘গেস্টরুম কর্মসূচি’ বন্ধের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী গ্রুপ। আর এ নিয়ে খুশিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঈদ মোবারক’ ও ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দিয়েছিলেন ঢাবির ২০১৯-২০ সেশনের বেশ কয়েকজন ছাত্র। তবে এ কারণে সিনিয়রদের হাতে তাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মারধরে অভিযুক্তরা ওই হলের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী বলে জানা গেছে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের মুহাম্মদ আরিফুল ইসলাম আলিফ, ভূগোল ও পরিবেশ বিভাগের লালন হোসাইন, মার্কেটিং বিভাগের আসিফ হোসাইন এবং সংগীত বিভাগের ওয়াজিহ তওসিফ। তারা চারজনই স্যার এফ রহমান হলের ছাত্রলীগ কর্মী এবং ওই হলের ছাত্রলীগের পদপ্রত্যাশী সালেহ উদ্দিন সাজু ও মুনিম শাহরিয়ার মুনের অনুসারী বলে জানা গেছে।

হলগুলোর অতিথিকক্ষে ‘আদবকায়দা’ শেখানোর নামে মানসিক নিপীড়নকে (কখনো কখনো শারীরিকও) বলা হয় ‘গেস্টরুম’ সংস্কৃতি। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের সক্রিয় কর্মীরা প্রথম বর্ষের সাধারণ শিক্ষার্থীদের এমন গেস্টরুম করিয়ে থাকেন।

স্যার এফ রহমান হল সূত্র জানায়, বুধবার রাতে প্রথমবর্ষের সবাইকে গেস্টরুমে ডেকে এনে জানানো হয় পরীক্ষা, হল সম্মেলন ইত্যাদির কারণে তাদের গেস্টরুম বন্ধ থাকবে। এই খুশিতে প্রথমবর্ষের কয়েকজন শিক্ষার্থী ফেসবুকে ‘ঈদ মোবারক’ ও ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দিলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদেরকে বিশেষ গেস্টরুমে ডাকা হয়। সেখানে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রথমবর্ষের পাঁচজন শিক্ষার্থীকে গেস্টরুমে রাত সাড়ে ১২টার দিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন ২০১৯-২০ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের বুলবুল আহমেদ, রানা হোসাইন, ম্যানেজমেন্ট বিভাগের মো. আল আমিন হোসেন, রুবেল হোসেন এবং ফিন্যান্স বিভাগের ইমদাদুল ইসলাম ইমন। তারা সবাই প্রথমবর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিয়ে জানতে চাইলে ‘নিরাপত্তার কারণে’ ভুক্তভোগীরা কেউ গণমাধ্যমের কাছে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

The post ‘গেস্টরুম’ বন্ধে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট, ৫ ছাত্রকে ছাত্রলীগের নির্যাতন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment