Saturday, November 20, 2021

জাতিসংঘের কর্মকর্তাদের জন্য ভাসানচরে হচ্ছে পাঁচ তারকা হোটেল

ফাতেহ ডেস্ক:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে তৈরি হচ্ছে পাঁচ তারকা মানের হোটেল। জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের ভাসানচরমুখী হওয়ায় তাদের জন্য উত্তরপ্রান্তে তৈরি করা হচ্ছে এই হোটেল।

হোটেল ও আবাসিক ভবনের পাশেই চলছে আন্তর্জাতিক মানের সুইমিংপুল, জিমনেশিয়াম এবং টেনিস কোর্ট তৈরির কাজ। পাঁচ তারকা একটি হোটেলের পাশাপাশি একই মানের আরও দুটি বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অবসর সময়ে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য তৈরি হচ্ছে কৃত্রিম লেক।

প্রকৃতপক্ষে ভাসানচর পর্যবেক্ষণে আসা জাতিসংঘের বিদেশি কর্মকর্তাদের লক্ষ্য করেই গড়ে তোলা হচ্ছে শপিংমল। এসবে সাজানো রয়েছে নিত্য ব্যবহার্য নানা জিনিসপত্র। আবার পাশেই রয়েছে উন্নতমানের সেলুন, লন্ড্রি ও রেস্টুরেন্ট। রাজধানী ঢাকার কিংবা বিভাগীয় শহরের শপিংমলগুলোর মতোই ভাসানচরে তৈরি করা হয়েছে আইল্যান্ড মল নামের বিপণিবিতান।

The post জাতিসংঘের কর্মকর্তাদের জন্য ভাসানচরে হচ্ছে পাঁচ তারকা হোটেল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c/

No comments:

Post a Comment